হাসি কিংবা বিষণ্ণতা : নাইম আবদুল্লাহ


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৭

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৮

 

স্বপ্নের কোন এক বাতায়নে
উঁকি ঝুঁকি দিয়ে যায়
না বলা কথা
কিংবা কথার ছলে
কথামালা

আঁখি পল্লব মিটিমিটি করে
ভাবনাগুলোকে দুহাতে সরিয়ে
একটু ছুঁয়ে দেখা
কাছাকাছি আসা
কিংবা একটু প্রেমে মজা

কোন এক বর্ষা রাতে
ভাবনার ডালপালা মেলে
নীল বেনারসিতে সেজে
দখিনা বাতাসে ভর করে
নগ্ন পায়ে এলোমেলো চুলে

এসেছিলো? কিংবা
আসবেনা বলেই দিয়েছিলো
আমার একরাশ অপেক্ষা
আর দিনরাত কবিতা পড়া
মুখ চোরা হাসি
কিংবা বিষণ্ণতা

নাইম আবদুল্লাহ
কবি, লেখক, সাংবাদিক, সিডনি, অস্ট্রেলিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


Top