মহালয়া : বানীব্রত


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২০ ২২:০৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১


শরতের আকাশে হাল্কা সাদা মেঘের মেলা
ভোর রাতের রেডিওতে বিরেন্দ্রকৃষ্ণর চন্ডীপাঠ,
দুরে মাঠের পরে কাশের শ্বেত শুভ্র চাদর
মায়ের আসার আগমন বার্তা
দুর থেকে ভেসে আসে জাগো তুমি জাগো, জাগো মা আর আগমনীর সুর,
ভোরের আঙিনায় শিউলির চুম্বন,
বাতাসে মিষ্টি  গন্ধের বাতাবরন,
দিঘির পারে  পুরহিতের তর্পণ এর মন্ত্রোচারন,
বাজলো পিতৃপক্ষের বিদায় ঘন্টা।
শুরু হলো দেবীপক্ষের পদচারণা,
অপেক্ষার দিন গোনা মা আসছে।
এই সেই ভোর, রেডিওতে কান পাতা,
এই সেই ভোর রাত জাগা চোখে পথে নামা,
এই সেই ভোর দেবীমায়ের চক্ষু দান দেখা,
এই সেই ভোর সবার কাছের মহালয়ার ভোর।।


বানীব্রত, পশ্চিম বঙ্গ, ভারত
অশোকনগর নিউমার্কেট


এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: বানীব্রত


আপনার মূল্যবান মতামত দিন:


Top