কোনো একদিন ভালোবেসে ফেলবে আমায় : মৌরুসি মঞ্জুষা
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

কোনো একদিন ভালোবেসে ফেলবে আমায়।
চোখ খুললেই
হয়তো কোনো ভোরে
মনের কোণে ভেসে উঠবে
আমার মুখচ্ছবি!
হয়তো কোনো এক রাতে
তারার রাজ্যে
খুঁজবে আমায় নিরন্তর।
কোনো এক অলস বিকেলে হয়তো
কাছে পেতে চাইবে আমায়।
আবার হয়তো
খুব করে ভালোবাসতে চাইবে
সন্ধ্যেবেলার মুষলধারে বৃষ্টিতে।
হঠাৎ একদিন কোনো এক লগ্নে
আমি তোমার হয়ে যাবো।
দমকা হাওয়ার মতো
মুহূর্তের মাঝে গেঁথে যাবো তোমার
প্রতিটি নিঃশ্বাসে,
মিশে যাবো তোমার মজ্জায়!
হঠাৎ আমায় ভালোবেসে ফেলবে,
পাবে না কোনো পূর্বাভাস;
ক্ষণিকের আলোড়নে কম্পিত হবে হৃদয়।
অতঃপর, মুহূর্তেই তোমার পৃথিবী
আমিময় হয়ে উঠবে;
শুন্য থেকে শুধু ভেসে আসবে আমারই নাম।
প্রিয়তমেষু,
এই আশা নিয়ে প্রতিদিন বাঁধি ঘর।
মনের মাঝে সাজানো সংসার -
প্রাণ নেই শুধু!
তুমি অন্তপ্রাণ আমি আজও
অপেক্ষার কাছে নত।
বৃথা মনে হয় দিনগুলো সব,
আশায় যে যায় রাত্রি আমার;
ভ্রমে পায় আমায় -
অপেক্ষার অবসান ঘটিয়ে
এই বুঝি বললে -
"প্রিয়তমা,
এ লগ্ন থেকে তুমি আমার;
আমি তোমার। "
এ কেমন ভ্রম আমার,
এ কেমন মিথ্যে সান্ত্বনা!
তবু যেন কোথা থেকে আওয়াজ পাই;
একদিন হঠাৎ ভালোবেসে ফেলবে আমায়,
অবচেতনে,
হয়তো নিজের অজান্তেই.....
বিষয়: মৌরুসি মঞ্জুষা
আপনার মূল্যবান মতামত দিন: