মানুষ : ড. শাহনাজ পারভীন
প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ২১:১৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:২৫

কে হিন্দু, কে মুসলিম, বৌদ্ধ বা কোনজন!
কার গাত্রবর্ণ, বংশ, সমাজ, কি ধর্মের বর্ণন!
ও মন ভাবিস কেন? মানুষ সবাই,
মানুষ সে যে মন।
নদীর পানির ধর্ম আছে, ধর্ম আছে স্রোতের?
ধর্ম আছে ইবাদতের, ধর্ম আছে ব্রতের?
ধর্ম আছে জীবন যাপন, কি বলিস কি যে মন?
ও মন ভাবিস কেন? মানুষ সবাই, মানুষ সে যে মন।
ধর্ম আছে সূর্য চাঁদের, ধর্ম আছে রাতের?
ধর্ম আছে সবজি মাছের, ধর্ম আছে ভাতের?
এক ধর্মেই সূর্য ওঠে অস্ত যাবার ক্ষণ।
ও মন ভাবিস কেন? মানুষ সবাই, মানুষ সে যে মন।
কে বাঙালি, কে রোহিঙ্গা, কে যে উপজাতি!
ভাবিস কেন এমন করে, কেনোই মাতামাতি?
আমরা মানুষ, এক পৃথিবীর ভালবাসার জন।
তাই তো বুকে নেই যে টেনে আয় রে ভাই ও বোন।
ও মন ভাবিস কেন? মানুষ সবাই, মানুষ সে যে মন।
ড. শাহনাজ পারভীন
কবি, কথাসাহিত্যিক, উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।
বিষয়: ড. শাহনাজ পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: