ব্যর্থ প্রাণ : মোহাম্মদ ইলইয়াছ
প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ২২:১২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

চন্দ্রমল্লিকার ফুলেল বাগানে
জোছনা দেখে তাকিয়েছিলাম আকাশে
এক নিমিষে ঢেকে গেলো কালো মেঘ
চতুর্দিকে দেখি ভয়াল দত্যির মুখ।
ভরা নদীর জোয়ার কূলে-
পালতোলা শুভ্র নায়ের পাল গুনছিলাম
হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেল মাঝি-মাল্লা
জলের তোড়ে ভেসে গেল- কূল কিনার।
সবুজ নরোম দোআঁশে -
মাটির বুক চিরে বুনেছিলাম ধানের চারা
গনগনে রোদ্দুরে ফেটে গেল মাঠের বুক
মরে গ্যাছে নরোম নরোম চারাগুচ্ছ।
স্বপ্ন আঁকা বন্ধ দুয়ারে
রশক্ত কপাট খুলেছিলাম সংগোপনে একা
দেয়ালে তোমার ছবিটা ঠিকই ঝুলছে
অথচ তুমি নেই, নেই তোমার প্রণয় ধ্বনি।
আমি যেখানে যাই, পা রাখি, তাকাই-
সেখানে ব্যর্থ প্রাণের বন্দনহীন প্রতিচ্ছবি।
মোহাম্মদ ইলইয়াছ
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ
বিষয়: মোহাম্মদ ইলইয়াছ
আপনার মূল্যবান মতামত দিন: