পুজোর গন্ধ : কণিকা দাস


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২০ ২১:৫৯

আপডেট:
৮ অক্টোবর ২০২০ ২২:০৪


রোদ উঠেছে বৃষ্টি বিদায় নিল
এবার বুঝি শরৎ এলো ফিরে
মনের বিষাদ কাটল অবশেষে
খুশির আমেজ দুর্গা মাকে ঘিরে।

পুজো পুজো গন্ধ ভাসে হাওয়ায়
কেনাকাটার পড়েছে এবার ধুম
খোকাখুকুর মনে লাগে দোলা
কারোর চোখেই নেই যে কোন ঘুম।

কুলি পাড়ার ছোট্ট মেয়ে কুসুম
পরনে তার ছেঁড়া মলিন জামা 
বাসন মাজে চায়ের দোকানেতে
বাপ-মা তো নেই লালন করে মামা।

তিনটি নতুন ফ্রক কিনেছে মিমি
ফেরার সময় কুসুমকে সে দেখে
একটা প্যাকেট দিয়ে তাহার হাতে
পুজোর গন্ধ নিল দু'জন মেখে। 

 

কণিকা দাস
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top