দেখা হবে প্রতি বার : তাহমিন সুলতানা
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২০ ২৩:২৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

আবার দেখা হবে, তোমাতে আমাতে
কোন এক মায়াবি ক্যানভাসে,
বন্ধু।
এ ভাবে বোলো না বিদায়।
দেখা হবে, ব্যস্ত রাস্তায়
ছুটে চলা বাসে বা মেট্রো রেলে,
দেখা হবে পড়ন্ত বিকেলের
হেলে পড়া গোধূলি বেলার
লালচে আভায়, এক চিলতে
আলোর ক্যানভাসে।
দেখা হবে মাঠে- ময়দানে, অগ্নিঝরা দিনে
কোন সোনালি কৃষকের মুখে,
হাসি ফোটানোর খেলায়।
তোমার আলোর উৎসবে। দেখা হবে।
আবারও দেখা হবে, কোন দিন
কখনো কোন মিছিলের আগে,
মৌলিক দাবি দাওয়ায়, ন্যায্য কোন
স্লোগানের, দীপ্ত আওয়াজে।
আবার দেখা হবে, দেখা হবে।
তবু এভাবে বোলো না বিদায়।
দেখা হবে আবার কোন
কাঠ-ফাটা রোদে- শ্রান্ত
শ্রমিকের দেহের ঘামে,
মিশে থাকা প্রিয় নামে,
আশা ভরসার নীল খামে।
দেখা হবে,কোন দিন আহত কিশোরে,
নিয়ে শত ক্ষত গায়ে,
সেবার আশায় ঘুরে ঘুরে
ক্লান্ত পিতার শীর্ণ হাত ধরে,
ছুটে চলার পথে! দেখা হবে
তোমাতে আমাতে, শত বার।
আবার দেখা হয়ে যাবে...নিশ্চয়ই
কোন দিন, ইতিহাসের পাতায়,
স্বর্ণাক্ষরে লেখা এপিটাফে।
তবুও, দেখা হবে, বন্ধু
এভাবে বোলো না বিদায়।
তুমি আছো বলেইতো, বার বার
ফুল হাসে, আলো আসে,
হাসে শরতের প্রভাতের
শিশির ভেজা ঘাসে।
তাহমিন সুলতানা
কবি ও লেখক
বিষয়: তাহমিন সুলতানা
আপনার মূল্যবান মতামত দিন: