শুধরে যাও! : আইরিন জামান
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২০ ২২:১৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১
শোন পুরুষ!
তুমি এই দুনিয়াতে এসেছ
কোন এক নারী চেয়েছে বলে
তুমি দুনিয়ায় বেড়ে উঠেছ
তা ঐ নারী চেয়েছে বলে
এ পৃথিবী তোমার চোখে সুন্দর
তা নারী আছে বলেই
এ জীবন তোমার জন্য সহজ
তা-ও নারী আছে বলেই
তোমার এইযে কত প্রতিভা আছে না?
গান - কাব্য - কথার ফুলঝুরি?
তাও ঐ নারী আছে বলেই
এত্ত কিছু পেয়ে পেয়ে
আহ্লাদে আটখানা হয়ে
একটা ভীষণ ভুল করে বসেছ,
নারীকে ভোগ্য পণ্য ভেবে
শুধু ভুলই নয়, মহা অন্যায় করে বসেছ তুমি
কিছু অসহায় নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে
যে পৈশাচিক দানবীয় উল্লাসে মেতেছো তোমরা!
সাবধান! বলছি সাবধান!
নারীর কোমলতা দেখেছ শুধু
নারীর রুদ্র মূর্তি দেখনি
নারী চাইলেই
পুরুষ শূন্য করে দিতে পারে এই দুনিয়া
রুখে দিতে পারে জন-আবাদ
সময় আছে
অস্তিত্বের খাতিরে
শুধরে যাও ! শুধরে যাও !
আইরিন জামান
কবি, বাংলাদেশ
বিষয়: আইরিন জামান
আপনার মূল্যবান মতামত দিন: