দেবী : কান্তি ভূষণ তরফদার


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২০ ২২:৪২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

 

আশ্বিনের এই শারদ-সকাল তোমার পূজার লগ্ন।
ঐ পূজারীর মতোই আমি তোমার পূজোয় মগ্ন।
জানি দেবী, অবহেলায় ঠেলবে পায়ে আমার হৃদয়-মাল্য।
তবুও কে হৃদয় মাঝে প্রেমের প্রদীপ জ্বাললো?
তুমিই তো সেই অপ্সরী মোর, স্বর্গ থেকে নামলে।
আমার হৃদয় প্রাসাদ পথে নম্র পায়ে থামলে।
শিউলি ফুলের সুবাস শুধুই আমার পূজার অর্ঘ্য।
সেই সুবাসেই ভরবে জানি তোমার ফুলেল স্বর্গ।
তোমার চোখের চাউনি জুড়ে আমার উদাস দৃষ্টি।
মন্ত্র ভুলে করছি শুধুই নতুন শ্লোক সৃষ্টি!
জানিনা এই স্তুতিতে হবে কি আদৌও তুষ্ট;
তোমার হাসির ঝলকানিতেই হচ্ছি মদদপুষ্ট!

 

কান্তি ভূষণ তরফদার
কবি, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top