অকাল বোধন : রঞ্জনা রায়
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২০ ২২:১৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:২০

শিব ঘরণী পার্বতী মা থাকেন শিবের অন্তঃপুরে
শরত এলেই আসেন তিনি এই বাংলার ঘরে ঘরে।
সিংহ চড়ে আসেন তিনি সঙ্গে চারটি ছেলেমেয়ে
মহিষাসুরও সঙ্গে থাকে পায়ের কাছেই নত হয়ে।
রামের পুজো অকালবোধন আশ্বিনের এই শুভ মাসে
সব অশুভের হবে বিনাশ মায়ের রূপে জগত হাসে।
ষষ্ঠীর সন্ধ্যায় বোধন হল গৌরী এলো বাপের ঘরে
সপ্তমী অষ্টমী নবমীতে মায়ের পূজায় মনটি ভরে।
দশমীতে সবাই উদাস গৌরী যাবে কৈলাসেতে
নীলকণ্ঠ পাখি ওড়ে শিবের কাছে খবর দিতে।
একশো আটটি প্রদীপ জ্বেলে সন্ধিপূজায় অসুর বিনাশ
অরূপ আলোয় মনটি ভরে শুভশক্তির হোক প্রকাশ।
শিউলি ফুলের মিষ্টি সুবাস হৃদয় জুড়ে আনন্দ ঢেউ
কাশের বুকে রোদের হাসি দুঃখে যেন থাকে না কেউ।
বিষয়: রঞ্জনা রায়
আপনার মূল্যবান মতামত দিন: