হঠাৎ দেখা : কাজী খাদিজা আক্তার 


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২০ ২১:১১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:১৮

 

কবি সাহেব, এভাবে আপনার সাথে দেখা হবে, ভাবিনি কখনও।
কি সৌভাগ্য আমার! 
মুচকি হেসে কবি আমার সাথে হাটতে লাগলেন।
রাস্তার পাশেই টঙ,
মুখোমুখি কবি আর আমি, মাঝখানে দুকাপ চা।
মনের মধ্যে অনেক প্রশ্ন জমা আছে, 
সত্যি করে বলবেনতো কবি? 
আবারও সেই হাসি,
আশ্চর্য!  হাসলে আপনাকে বাংলার মুখের মতো মনে হয়।

আচ্ছা কবি সাহেব, 
আপনার "আকাশলীনা " কবিতায়, আকাশলীনার কথা না বলে সুরঞ্জনার কথা বললেন কেন?
কই, "সুরঞ্জনা" কবিতায়তো আকাশলীনার কথা বলেননি?
আর "বনলতা সেন"?
সেতো মারভেলাস! 
বাংলার এমন কোনো প্রমিক নেই,  
যেকিনা বনলতা সেনের ঐ দুটি লাইন মুখস্থ করেনি,
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য,"

আচ্ছা কবি সাহেব,
পাখির নীড়ের সাথে বনলতা সেনের চোখের তুলনা করলেন কেন?
না, মানে,
পাখির বাসার মতো কারো চোখ হলে সেটাকি দেখতে অদ্ভুত লাগবেনা?
তারপরও,
আপনি নারীর সৌন্দর্য কথনে নিয়ে আসলেন বলে,
এর অন্য এক অদ্ভুত সৌন্দর্য খুঁজে পাই,
সেখানেই কবির সার্থকতা।

আপনি জানেন?
আপনার মৃত্যুর পর, বনলতা সেনকে নিয়ে
নিয়াজ মুহাম্মদ চৌধুরী ফেমাস হয়ে গেছেন।
হাসছেন আপনি?
সেই গানটা শুনেননি?
"জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি"
যাক বাদদিন,
বনলতা সেন মানেই, 
নাটোরের বনলতা সেন। 
তবে,অদ্ভুত বিষয়কি জানেন?
আপনার সাথে নিয়াজ মুহাম্মদ সাহেবের চেহারার কোথায় যেন মিল খুঁজে পাই, শুধু আপনার মাথায় টাক নেই।
এবার কবি হা হা শব্দে হেসে উঠলেন।

সে হাসি থামার আগেই বললাম, 
আপনার "কুড়ি বছর পরে" কবিতাটি 
আমার খুব প্রিয়,
"জীবন গিয়াছে চলে আমাদের 
কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার।"
ভীষণ সুন্দর, অদ্ভুত সুন্দর!  

আরও একটা কথা, 
আপনার "আট বছর আগের একদিন" কবিতায়
লোকটি কেন আত্মহত্যা করেছিলো এবং তার আত্মহত্যার আট বছর পর কেন আপনি এই কবিতাটি লিখতে গেলেন, এনিয়ে বাংলার পন্ডিত ব্যক্তিবর্গ অনেক ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন । 
তবে, আমার কিন্তু লাশকাটা ঘরের কথা ভীষণ মনে বিঁধেছিলো,

কবি সাহেব আকাশের দিকে তাকিয়ে আছেন।
মনে হচ্ছে, 
দিনের বেলায় নক্ষত্র খুঁজছেন আকাশের সীমানায়,
কি উপহার দেব আপনাকে কবি সাহেব? 
আমি যে আপনার কবিতার শব্দের কাছে বড্ড ঋণী।
যদি পারতাম, 
তাহলে আকাশ থেকে সাতটি তারা এনে
আপনার হাতে রেখে দিতাম।
জানেনতো?
রবি ঠাকুর বলেছিলেন, 
"রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"

 

(২২ অক্টোবর, কবি জীবনান্দ দাশের মৃত্যু দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি)

 

কাজী খাদিজা আক্তার 
প্রভাষক (ইংরেজি) 
সরাইল সরকারি কলেজ।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top