সত্য শুধু তোমার কবর : হাবীবুল্লাহ সিরাজী
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২০ ২১:২৫
আপডেট:
৫ নভেম্বর ২০২৫ ১৭:১৩
চার দেয়াল
ছাদ মেঝে মিলে
বিশ্রাম আহার নিদ্রা
নিষ্ঠ পরস্পর
তুমি ও তোমার ঘর
একটা জানালা বসালে
নানান আকাশ নড়ে
রৌদ্র আর জ্যোৎস্নায়
বদলায় পৃথিবীর স্বর
তুমি ও তোমার ঘর
একটা দরোজা হ'লে
উঠোনের কবুতর
হাওয়াগন্ধে ডেকে ওঠে
কেউ নয় কারো পর
তুমি ও তোমার ঘর
কোনোকিছু নয়
সত্য শুধু তোমার কবর
হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি
বিষয়: হাবীবুল্লাহ সিরাজী

আপনার মূল্যবান মতামত দিন: