মহার্ঘ্য : সুদর্শন দত্ত
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ২২:৫০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:১৮
উৎসব শেষের দিন ভাঙ্গা মেলা ভাঙ্গা মণ্ডপ
বিষাদের সুর বাজে, আকাশে বাতাসে ছিন্ন সুর,
কাল ছিল যা দুর্মূল্য, মহার্ঘ্য
আজ তা মলিন বিবর্ণ ধূসর !
সাধ আর সাধ্যের উৎসবের আঙিনায়
রচিত হয় এক সমন্বয় সম্প্রীতির বন্ধন
এভাবেই উৎসব আসে আর যায়
যুগে যুগে, মিশে যায় হৃদয় স্পন্দনে-
কত ভাব ভালোবাসা হাসি কান্নায় আবেগে
কত পরিশ্রম দিয়ে এই যে খুশির চাওয়া পাওয়া,
উৎসবের স্রোত হয়ে জীবনের অংশ হয়ে যায়
মিলনের সুরে সুরে ভাব তরঙ্গে গান গাওয়া !
তবু কত উৎসবে চোখের জলে ভাসে বুক
খিদে পেটে চেয়ে থাকে উৎসব মুখর আঙিনায়
দু মুঠো অন্ন পাবে, নতুন বস্ত্র হবে সাথে,
কয়েকটি দিন প্রতীক্ষায় -
বসে থাকে, আশাহত ব্যথাতুর চোখে
চেয়ে দেখে রাশি রাশি উচ্ছিষ্ট খাবার
জমা হয় ডাস্টবিনে, দুর্গন্ধ ছড়ায় !
এ কেমন নির্মম বিচার বিধাতা তোমার ?
তাই ভাঙ্গা মণ্ডপ অট্টহাস্য করে
বলে, 'এই উৎসব, এই যে আড়ম্বর, এই যে এতো রোশনাই,
কাদের জন্য ? যদি গরিবের কুঁড়ে ঘরে
একটুও হাসি নাই ।'
সুদর্শন দত্ত
পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: সুদর্শন দত্ত
আপনার মূল্যবান মতামত দিন: