যেখানে খুঁজে পাই লালিত স্বাধীনতা : সাজিব চৌধুরী
প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২০ ২২:১৭
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:৫৯
মাঠের মাঝে দাঁড়িয়ে প্রাচীন বৃক্ষটি
যখন স্বাধীনতার কথা বলে,
হঠাৎ জেগে উঠা মাঝ সাগরের দ্বীপটি
যখন স্বাধীনতার কথা বলে,
আমি বলি শেখ মুজিবের কথা।
কর্ণফুলী, বুড়িগঙ্গা, পদ্মা, যমুনার
ঘোলা জলে ভাসতে ভাসতে
কথা বলি মন্তর স্রোতের সাথে,
তারা আমাকে স্বাধীনতার কথা বলে।
আমি ফিরে যাই শেখ মুজিবের কাছে।
কথা বলি লজ্জাবতী কিশোরীর সাথে।
আকাশগঙ্গায় ভাসমান তারা, মাঠঘাট, জলাশয়,
পথের গতিরোধক, সুদৃশ্য উদ্যান,
সাগরসৈকত, অরণ্যের পশুপাখি
সবার সাথেই কথা বলি।
তারা সবাই স্বাধীনতার কথা বলে।
আমি বারবার শেখ মুজিবের কথা বলি।
ঘরের শিশুরা উদ্যান ছেড়েছে বহু আগে,
তারা এখন মিলিত হয় গাড়ির জংশনে
কিংবা কংক্রিটের ছাদে।
তারা ফুলপরীদের কথা বলতে বলতে
আমাকে স্বাধীনতার কথা বলে,
যেমন প্রজাপতি রঙের কথা বলে।
বাদ নেই বনের নিরীহ প্রাণী,
ফুটপাতের টোকাই-দল থেকে বস্তির গেরস্ত।
তারাও ধ্বনিত করে স্বাধীনতা, স্বাধীনতা বলে।
কেনইবা তারা স্বাধীনতার কথা বলে?
তবে কি স্বাধীনতা রক্তাক্ত মুজিবুর?
তারা যখন স্বাধীনতার কথা বলে,
আমি এখনও একাত্তরের কথা বলি,
আমি এখনও শেখ মুজিবের কথা বলি।
কারণ, আমাকে ফিরে যেতে হয় মুজিবীয় চেতনায়,
যেখানে খুঁজে পাই লালিত স্বাধীনতা।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: