আমি বিজয় দেখেছি : টুটু রহমান 


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২১:৩০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:০৯

 

আজীবন লালিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার
বাংলা 
আজও স্বপ্নই রয়ে গেলো ---
বিজয় তুমি কী
সাত কোটি বাঙালির স্বপ্ন সুখের বিশ্বাস নাকি 
উন্নয়নের মহাসড়কের নামে দুর্নীতির হোলি খেলা?
বিজয় তুমি কী 
ভবিষ্যৎ প্রজন্মের সুস্হ ও নিরাপদ আশ্রয় নাকি 
জলদস্যু ও ভূমি খেকোদের অভয়ারণ্য? 
বিজয় তুমি কী
স্বাধীন দেশের জনগণের আশা আকাঙ্খা নাকি 
প্রজাতন্ত্রের কর্মচারীদের সেবার নামে শোষণ? 
বিজয় তুমি কী
সকল নাগরিকের ভাগ্যের উন্নয়ন নাকি 
দুর্নীতিবাজ ঘুষখোর প্রতারকের স্বর্গরাজ্য? 
বিজয় তুমি কী
জনগণের মৌলিক মানবিক অধিকার নাকি 
গণতন্ত্রের আবরণে স্বৈরশাসকদের দুঃশাসন?
বিজয় তুমি কী
অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি নাকি 
আদর্শহীন রাজনীতি ও লুটেরা শ্রেণির আস্ফালন? 
বিজয় তুমি কী
নীতি নৈতিকতা মূল্যবোধ ও সুশিক্ষিতের প্রেরণা নাকি 
শিক্ষা স্বাস্থ্য নিয়োগ টেন্ডার ও ধর্ম বানিজ্যের বাজার? 
আমি বিজয় দেখেছি 
১৬ ডিসেম্বর ১৯৭১ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে।
কিন্তু আজও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, 
কৃষক শ্রমিক মেহনতী জনগণের ভাগ্যের উন্নয়ন দেখিনি, 
দেখেছি 
আদর্শহীন রাজনীতিকের ক্ষমতার পৈশাচিকতা,
ঘুষখোর প্রজাতন্ত্রের কর্মচারীর বিত্ত বৈভব, 
দেশের প্রতিটি সেক্টরে সিন্ডিকেট বানিজ্য ও দুর্নীতির মহোৎসব, 
নিয়ন্ত্রণহীন সরকার ও তার অনুসারীদের দাম্ভিকতা! 

 

টুটু রহমান
কবি, সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top