বিনম্র প্রশ্ন : কাজী মাহমুদুর রহমান 


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২১:৫৭

আপডেট:
১৬ জানুয়ারী ২০২১ ১৯:১৭

ছবিঃ কাজী মাহমুদুর রহমান 

 

বলেছেন গুণীজন,
চেয়ো না আগুন কোনো রমণীর কাছে
চেয়ো না তৃষ্ণার জল কোনো রমণীরে ভালোবেসে।
চেয়ো না নারীর কাছে লালিমা ডালিম কিংবা দ্রাক্ষারস
ওখানেই ওৎ পেতে বসে আছে প্রাচীন সর্বনাশ,
মুহূর্তেই সে নিয়ে যাবে ঈশ্বরের অলৌকিক বাগানে
সুশোভিত ঘাসের শয্যায় আদম- হাওয়ার মতো
তুমুল রমণে।

বলেছেন বিজ্ঞজন,
চেয়ো না নারীর কাছে শাসনের রাজছত্র,
তার কস্তুরী নাভি, তার ময়ূর সিংহাসন।
যদি হতে চাও প্রিয়, তবে রাজা নয়, তুমি হও তার
অনুর্বর ক্রীতদাস যাবজ্জীবন।
যখন উষ্ণ যৌবন, দেহে যদি জাগে ভীষণ মৃত্যুক্ষুধা,
চাও রণভূমি -- বল্লম কিংবা বন্দুকের গর্জিত দ্রোহকথা,
পথে পাথর কাঁটা, পায়ে রক্তছাপ, দেহ ক্ষত- বিক্ষত,
তবু্ও ক্রুশবিদ্ধ যিশুর মতন হেঁটে যাও অবিরত।

বলেন হে সুধীজন,
আমি এখন কার কথা শুনি?
চাঁদের চুল্লিতে ছাই হতে কার স্বপ্নযানে করি ভ্রমণ?

বলেন হে রমণীগণ, জ্ঞানী কিংবা মূর্খজন।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top