কার শাস্তি কারে দাও, প্রভু? : সাজিব চৌধুরী
প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২০ ২৩:১৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:০৬
তোমার ইচ্ছার দাস করে
এ কেমন খেলো তুমি স্বর্গ-নরকের খেলা?
বুদ্ধিও তোমার, জ্ঞানও তোমার
আমি বেয়ে যাই শুধু ভেলা।
কে সে শয়তান, কে তারে করেছে সৃষ্টি,
কে তারে দিয়েছে শক্তি?
কে তারে পাঠাল, কে তারে দিয়েছে দৃষ্টি?
তুমি পরাক্রমশালী, অসীম দয়ালু;
মুখাপেক্ষী নও কারও;
কেন তবে মানুষ বানিয়ে নরকে জ্বালিয়ে মারো?
আমি কি বলেছি সৃষ্টি করো হে আমায়;
তুমি না-থামালে সুপথ মাড়াতে
কে সে আমাকে থামায়?
শয়তান? সে তো তোমারই সৃষ্টির রূপ;
সে নয় কি মুখাপেক্ষী?
কেন তারে ফেল না ভাগাড়ে,
কেন যে রাখ না তারে চুপ?
এ কেমন খেলা খেলে যাও তুমি
অসীম দয়ালু হয়ে?
কেন তুমি বসে থাক এমন অশুভ জয়ে?
কার শাস্তি কারে দাও, প্রভু?
কারে পোড়াও নরকে?
ন্যায় বিচারের গল্প শুনি এই মৃত্যুর সড়কে।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: