ভাঙা : হাবীবুল্লাহ সিরাজী
প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২০ ২০:৫৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

উদাসীনতায় কতো কী যে ভাঙে
নীল ভাঙে যতো
জলের পাঁজরে
মায়া তার ছায়া অবকাশ মতো
বিকেল ভেঙেছে সন্ধ্যা-কুহকে
রজনীর জের
তারাদের ভাঙে
কুয়াশা-প্রভাতে চায় ক্ষমা ফের
অবহেলা যদি শরতের নামে
ভাঁজ-ভাঙা মাঠে
ফিকে শাদা লেখে
ভাঙা তবে ডাকে খোলা চৌকাঠে
আর ভাঙা যার সৃষ্টি-মন্ত্র
তার দিনকাল
মিলনসূত্রে
অরূপের রূপে নতুন প্রবাল
হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি
বিষয়: হাবীবুল্লাহ সিরাজী
আপনার মূল্যবান মতামত দিন: