একমুঠো রোদ্দুর : সুদর্শন দত্ত 


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২১ ২২:০৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:০৯

 

অট্টালিকার ভীড়ে হারিয়েছে সোনালি সকাল 
চশমার আড়ালে চোখ সবুজ মখমলি দিন খোঁজে,
কর্ম ব্যস্ততায় মাটির সাথে ব্যবধান
প্রতিদিন বেড়ে চলে, যদিও সকলে সব বোঝে !

শৈশব হারিয়েছে আজকের যত শিশুরা 
তাদের জীবন জুড়ে 
সোনালি সকাল আর বিকেলের বড়ই অভাব,
আয় না রে দুরন্ত কৈশোর-
একমুঠো রোদ্দুরে খুঁজে নিবি সকলে 
তোদের জীবনে আছে যা কিছু অভাব।

ভাঙ্গা পাঁচিলের গায়ে বেড়ে ওঠা ঐ যে চারাগাছ 
প্রতিদিন ছুঁতে চায় প্রভাতের প্রথম কিরণ,
সোনালি সূর্যের ঝলমলে আলোর উত্তাপে 
সেঁকে নিয়ে নিজেকে ছড়াবে আপন বিচ্ছুরণ।

একমুঠো রোদ্দুরে সুখের পায়রা ওড়ে 
কচি কচি তৃণদল আপনারে মেলে ধরে,
বলাকার সারি উড়ে যায় দূর দেশে, 
নদী জলে ঝিকমিক পাশে বালু চিকচিক 
ঘোলা জলে মাছ ধরে কাদামাটি থিকথিক
জেলেদের ছেলেগুলো পরম আবেশে !

সোনালি ধানের ক্ষেতে রোদের ইশারা 
জাগায় চাষীর মনে খুশির ফোয়ারা,
খালে বিলে জলে স্থলে এক মুঠো রোদ্দুর
প্রাণের স্পন্দন জাগায়, জীবন ভরপুর !



আপনার মূল্যবান মতামত দিন:


Top