এমন একটা মানুষ : সোহিনী শবনম
প্রকাশিত:
২ জানুয়ারী ২০২১ ২২:৩৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৫:৫৭
এমন একটা মানুষকে ভালবাসো
যে তোমায় স্বর্গের স্বপ্নাতুর দুনিয়া থেকে
টেনে হিঁচড়ে পৃথিবীর দূষিত,
কর্দমাক্ত মাটিতে নামিয়ে আনবে,
বাস্তবটা চিনতে শেখাবে।
ভালোবাসার অবহলায় যে তোমাকে
একা করে দেবে অথচ
তোমার অসুস্থতায় ২৪ ঘন্টা
তোমার পাশে থাকবে।
এমন একটা মানুষকে ভালবাসো
যে বিনা চেষ্টায় তোমার,
ভরসাস্থলে পরিণত হবে।
শক্ত কাঁধ হয়ে
দাঁড়িয়ে থাকবে তোমার সমস্যায়।
সমাধান তোমাকেই করতে হবে
সে শুধু মনের জোর সঞ্চার করবে।
এমন একটা মানুষকে ভালবাসো
যার সাথে তোমার ভাবনার অসম্ভব মিল।
অথচ তোমার শত চেষ্টার পরেও,
সে বলবে,"আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব",
ছেড়ে যাবে মিথ্যা অজুহাতে।
এমন একটা মানুষকে ভালবাসো
যে তোমায় একা বাঁচতে শিখিয়ে দেবে।
তোমায় ছেড়ে দিয়ে সে সনাতন সত্যটা,
অবশেষে প্রতিষ্ঠা করে দেবে –
'কেউ কথা রাখেনি'
'কেউ কারোর নয়'।
এমনই একটা মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে পারলে,
তুমি সত্যিই ভালোবাসার মূল্যটা বুঝতে পারবে।
ভালোবাসা স্বপ্নে সাজানো স্বর্গ সুখ নয়,
বাস্তবের মাটিতে ভগ্নহৃদয় নিয়ে টিকে থাকার লড়াই।
সোহিনী শবনম
চুঁচুড়া, হুগলি, ভারত
বিষয়: সোহিনী শবনম
আপনার মূল্যবান মতামত দিন: