তুমি আমাকে হারাচ্ছো (ডেনমার্কের কবিতা) : ইভিলিনা মারিয়া
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২১ ২২:০৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:২৩

কবিঃ ইভিলিনা মারিয়ার কবিতা
অনুবাদঃ শাকিল কালাম
তুমি আমাকে হারাচ্ছো
তুমি আমাকে হারাচ্ছো, আমি হারিয়ে যাবো দূরে
আর বেশি দিন নেই, তুমি আমাকে আর পাবে না।
তোমার গোলক ধাঁধায়, আমি দ্বিধাবোধ করছি আর
তুমি আমার পায়ের ছায়া গোপন করতে পারবে না। আমি যখন অদৃশ্য হয়ে যাবো, রহস্যময় অতলান্তে।
অমরত্বের উত্তরণ
এটি নিজেই কাঁপছে, বাতাসে ঝুলে আছে,
সন্ধ্যাবেলায় বাতাসে ডুবে যাওয়া পাতার মতো,
বিশ্বাস অবিশ্বাস দ্বারা বিশ্বাসঘাতকতা হয়:
মেঘের তিক্ত চুমু। আমি নীরবতায় শ্বাস নিই,
নিস্তব্ধতায় স্বস্তি স্থির হয়।
আমি মিষ্টি মুখের প্রস্ফুটিতে হাসিতে পড়েছি;
তিক্ততা কাঁটা ছড়িয়ে দেয়, শীতল, আর্দ্র, ব্যথা,
শরতের কুয়াশার মতো অমর উত্তরণ ঘটছে।
গলিত সীসা যেনো
অশ্রু বয়ে গেছে যেনো গলিত সীসা, ফ্যাকাশে মুখে মার্বেলের মতো গড়িয়ে গড়িয়ে মুখের চিবুক বেয়ে।
আত্মা ভিজে গেছে, ব্যথায়, হতাশায় চিৎকার করে।
তিনি নির্জনে মারা যান। সেখানে শব্দের ভিড়ে আর
হৈ চৈ করে বধির; যেনো পাখির গাওয়া কোন গান।
কোন এক সময় জন্স নেবে বসন্তের ফুলের মতোই।
কবি ইভিলিনা মারিয়াঃ ইভিলিনা মারিয়া বুগজস্কা-জাভেরকা পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি অর্থনীতি উচ্চ বিদ্যালয় এবং দর্শনের বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন। তিনি চারটি কাব্যগ্রন্থের লেখক। তাঁর কবিতা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত এবং বিখ্যাত কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এজন্য তিনি অনেক আন্তর্জাতিক পুরষ্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন। তাছাড়া তিনি পৃথিবী জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং রাষ্ট্রদূত হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত আছেন। তিনি এফএএভিএম (FAAVM) কানাডায় সংখ্যালঘুদের রাষ্ট্রদূত। তিনি Brahmand Evolution Council, the Universal Mission for Peace, Justice এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।তাছাড়া তিনি ডেনমার্কের ইউএনআইএন হিপিম্পোনাল ডি এসক্রিটরেস (UHE) শাখার সভাপতি হিসেব দায়িত্ব পালন করছেন। তিনি ডেনমার্ক অফিসে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির লেখকদের পরিচালনা ও সহায়তা করার জন্য মোটিভেশনাল স্ট্রিপসের প্রধান প্রশাসক এবং মোটিভেশনাল স্ট্রিপসের web magazine Bharath Vision প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি মোটিভেশনাল স্ট্রিপস এবং ভারতের গুজরাট সাহিত্য আকাদেমির যৌথ উদ্যোগে গুজরাট সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।
বিষয়: ইভিলিনা মারিয়া শাকিল কালাম
আপনার মূল্যবান মতামত দিন: