শস্যক্ষেত্র : সাজিব চৌধুরী
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৪
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৬:১০

ছবিঃ : সাজিব চৌধুরী
কর্ষণে-কর্ষণে উর্বর হবে;
বলদ হাঁটবে, মই দেব, পুঁতে দেব বীজ।
তারপর পেয়ে যাবে কীট নিধনের বিষ।
একখণ্ড জমি, আমিই মালিক।
তুমি বোবা ভূমি, বয়ে যাবে শস্যের ভার;
সয়ে যাবে নিড়ানি-আঘাত।
আমি শুধু খেয়ে যাব, তুমি ক্ষয়ে যাবে।
একখণ্ড জমি, আমিই মালিক।
তুমি ফুল দেবে, ফল দেবে;
আমি নিয়মিত জল দেব।
মালিকের হেফাজতে ভয় নেই;
তুমি ছিলে থাকবে, যেখানে ছিলে সেখানেই।
একখণ্ড জমি, আমিই মালিক।
যদি পারি কিনে নেব আরও তিনেক জমি।
অধিকার? সব জমি চাষ হবে সমঅধিকারে।
ভয় কী, প্রতিদিন শান দিই নাঙলের।
সামর্থ্যও কম নেই;
একখণ্ড জমিতে হয় কি?
বাহ্, বেশ বেশ।
চারখণ্ড জমি, আমিই মালিক।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: