বর্ণমালার পদাবলি : মালিহা পারভীন
প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৬
আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪১

যেদিন জানালায় শীষ বাজালো 'বউ কথা কও পাখি',
যেদিন বর্ষা এসে একে দিল বৃষ্টিছবি মেঘমালা ক্যানভাসে,
সেদিন বর্ণমালা তার শরির জুড়ালো দুপুরের ছায়ায়,
সেদিন বর্ণমালা রঙ ছড়ালো মগ্ন চৈতন্যে।।
যেদিন একুশের ভোর হেঁটে গেল পলাশে শিমুলে গানে প্রাণে,
সেদিন বর্নমালা তৃষ্ণা মিটালো মধ্যাহ্ন ছায়ায়-
এঁকে গেল ভাষার ছবি প্রেম ক্যানভাসে,
অস্তিত্ব কলতানে বেজে গেল সুর,
নদির ঢেউয়ে, ক্ষেতের ধানে, ফুলের ঘ্রানে
এলো ফাল্গুন, এলো একুশ।।
মায়ের স্তন মুখে শিশু যেদিন শুনেছিল 'আয় আয় চাঁদ মামা',
যেদিন চৈত্রের আকাশ কেঁদেছিল ' আল্লাহ মেঘ দে পানি দে' সুরে,
যেদিন শ্লোগানে শ্লোগানে, বিরহে বিবাগে অভিষেক হলো বর্নমালার,
শহীদের রক্তে সেদিন ধুয়ে গেল পুর্ব পুরুষের যত পাপ।
সেই বাহান্নর রক্ত স্রোতে জেগেছিল একুশ' বাংগালির ধমনীর স্পন্দনে,
শহীদের রক্তস্রোতে, শহীদ মিনারের বেদিতে বেদিতে
নতুন চেতনায় দৃপ্তভারে
প্রাণে প্রাণে, গানে গানে --
বর্ণমালা জ্বেলেছিল অহংকারের দীপাবলি।
সেই আলোতে
আজো জেগে আছে স্বদেশ আমার,
জেগে আছে প্রিয় বাংলাদেশ।।
ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক
বিষয়: মালিহা পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: