একুশ আমার সব : মীম মিজান
প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:২৫

একুশ আমার রক্তে মিশে আছে
একুশ আমার রন্ধে রন্ধে
একুশ আমার চেতনায়
একুশ আমার মিছিলে
একুশ আমার টিশার্টের বুকে
একুশ আমার দু'গালে অ আ ক খ লিখা
একুশ আমার মাথার কাপড়ে ভাষা দিবস
একুশ আমার প্রত্যেক বছরের একদিন
একুশ আমার রফিকের রক্তের মূল্য
একুশ আমার বরকতের খুনের বিনিময়
একুশ আমার আব্দুস সালামের প্রাণ
একুশ সহস্র মায়ের বুক খালি
একুশ অসংখ্য যুবকের শ্রীঘরের স্মৃতি
একুশ গুমকৃত নাম না জানা শহীদ
একুশ সব
একুশই আমার জীবন
সকাল বেলা
বেদীতে ফুল দিলাম খালি পায়ে
আর কী চায় একুশ?
রফিক, বরকত, আব্দুস সালামেরা কী চায়?
বিকেল বেলা
কনসার্টে হিন্দি
মাইকেল জ্যাকসনের খেমটি নাচ
লালপানি, নীলপানি
হুক্কার মধ্যে গাঁজার টান
রাতের বেলা
বৌ দেখে স্টার প্লাস
আমি দেখি স্টার মুভিজ ও সেটম্যাক্স
ছোট্ট খোকন মটু পাটলু
পরেরদিন
সর্বোচ্চ আদালতে বেনিয়ার ইংলিশ
বেবির স্কুলে ইংলিশ মিডিয়াম ও ভার্সন
বন্ধু আড্ডায় ক্যায়সা হো ইয়ার
একুশ, শহীদেরা, কোলখালি মায়েরা আমার সব ও জীবন (!)
মীম মিজান
লেখক ও সাহিত্যিক
বিষয়: মীম মিজান
আপনার মূল্যবান মতামত দিন: