বর্ণমালা তুই যে আমার স্বর্ণমালা : শাহান আরা জাকির
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:২০

মায়ের ভাষা আমার ভাষা
পরান কাড়া বর্ণমালা
সোনায় মোড়া সাত নড়িহার
তুই যে আমার স্বর্ণমালা!
বুকের মধ্যে জড়িয়ে রাখি
আদর করে ডাকি
কাগজ নিয়ে মাগো তোমায়
ছবির মতো আঁকি!
রফিক শফিক বরকত জব্বার
রক্ত দিয়ে জানিয়ে গেছে সব্বার
'মা' বলে ডাক এই অক্ষরে
প্রথম আমরা শিখি
কালি কলমে রংতুলিতে
কত যে কথা লিখি!
কি যে মধুর স্বর ও ধ্বনি
ক খ গ ঘ অ আ
তোকে ছাড়া হয়না যে মা
পরান জুড়িয়ে কথা কওয়া!
মনের কথা প্রাণের ব্যাথা
আরও যে কত কাব্য গাথা
স্বপ্ন ভরা আশা নিরাশা
শিখিয়ে দিলি তুই মধুর ভাষা!
আকাশ দেখি পাতাল দেখি
দেখি সাগরের ঢেউ
ঝর্ণা ধারার কল কল রব তোমরা সবাই দেখেছ কি কেউ
বর্নমালা তুই যে দিলি রুদ্ধ দুয়ার খুলে
মনের আবেগ লেখা শিখলাম ভাষার আমেজে দুলে!
জীবনের যত জয়পরাজয়
এই ভাষাতেই বলি
বর্ণমালা তোকে নিয়েই নির্ভয়ে পথ চলি
এই পৃথিবীর পরাণকারা তুই যে খেলার সাথী
বাংলায় গাই বাংলায় লিখি
হেসে খেলে রই মাতি!!
শাহান আরা জাকির পারুল
লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির
আপনার মূল্যবান মতামত দিন: