দেশপ্রেম? : তাহমিন সুলতানা
প্রকাশিত:
১ মার্চ ২০২১ ২১:২০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১
দেশপ্রেম?
সে আবার কি জিনিস?
খায় না মাথায় দেয়!
এ আবার আছে নাকি দেশে?
কে একজন বলেছিলো,
এক প্রশ্নের জবাবে।
না, আমি এ কথা বিশ্বাস করি না,
আগামীর শিশুরা
দেশপ্রেম বুঝবে না,
নিজ স্বার্থে দেশের মাটি,
পানির দামে বিকিয়ে দেবে।
আমি একথা বিশ্বাস করি না।
যে দেশের গানে হৃদয় আকুল হয়,
চোখ করে টলমল,
যে দেশের হাওয়ায় ভাসে,
দুখি মায়ের করুন বেদন,
যে দেশের পতাকার
উড্ডীনসোভায় আর একবার
শপথে বলীয়ান হয় কোটি প্রাণ!
সে সন্তানেরা দিগভ্রান্ত হতে পারেনা,
সে যতই ঘোর অন্ধকার আসুক নেমে।
আমি জানি, আমার কোন না কোন ছাত্র
ঘুরে দাঁড়াবেই। কারণ,
দেশপ্রেমের মন্ত্র আমি
তাঁদের হৃদয়ে গেঁথে দিয়েছি অবিরত;
দিয়ে চলেছি, এ আমার দেশপ্রেম।
বিষয়: তাহমিন সুলতানা
আপনার মূল্যবান মতামত দিন: