শালুক পথের ধারে : আল নোমান শামীম


প্রকাশিত:
১০ মার্চ ২০২১ ১৯:৪৩

আপডেট:
১০ মার্চ ২০২১ ২০:২০

 

একবার ভেবে দেখো,
তোমার নিঃশ্বাস জুড়ে কে ছিলো বা আছে,
কার অবাক চোখে
বিষাদের কালো মেঘ ঢেলে দিয়ে
কবিতায় লিখেছো প্রেমপত্র?
কার কোমল ঠোঁটে
স্নেহাতূর হেমলক মেখে দিয়ে
অবলীলায় ভাসছো বৃন্দালোকে?
সে তো এখনো পুরনো কবিতার ভাঁজে
খুঁজে ফেরে সেই মায়াবতীকে,
তোমার রাসলীলা শেষে, অন্তিম ক্লান্তিতে
সে এখনও মোহন বাঁশির অপেক্ষায়।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top