শতবর্ষী মহাপ্রাণ - মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
১৫ মার্চ ২০২১ ২১:৪২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

 

তুমি কি শুনতে পাও আমাদের জয়গান ও জয়ধ্বনি
নদীর যৌবনের কলকলানি, মাঝিমাল্লার দাঁড় ছপছপ শব্দ
পুবালি হাওয়া সুগন্ধী স্পর্শ ও দোয়েলের মিষ্টি ডাক
আমার প্রাঙ্গনে বসেছে ধানি খেতের অজস্র বুলবুলি। 

তুমি কি দেখতে পাচ্ছো গগনে উঠেছে একাদশীর চাঁদ
জোছনা মেখে আকাশ পরিরা দিগন্তে মেলেছে নরোম ডানা
শেয়াল ও বাঘেরা রক্ত খাওয়া ভুলে গেছে অলৌকিক উদয়ে
আমার স্বরাজে এখন আর কানাকড়ি হিংসা বিদ্বেষ নেই। 

তুমি কি চোখ মেলেছো আঁধারের শত শত কঠিন ফটক ভেঙে
পদ্মা-মেঘনা, কর্ণফুলি,যমুনা ও মধুমতীর আকাঙ্খা ও স্বপ্নের ভিড়ে
কালের শ্মশান ও গোরস্হান ম্লান হয়েছে তোমার স্বচ্ছ আবর্তনে
আমাদের সকল দুয়ার খুলে গেছে রোদ্দুর শোভিত উজ্জ্বল আলোয়। 

আমরা এখন নিভৃত নই, চেতনার সীমানায় বিনাশ করেছি বৈরিতা
আমরা এই অস্তিত্বের যাত্রায় জয়ধ্বনির তুমিই শতবর্ষী মহাপ্রাণ।

 

মোহাম্মদ ইলইয়াছ
ধানমণ্ডি, ঢাকা বাংলাদেশ

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top