উৎসুক : মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
২৪ মার্চ ২০২১ ১৯:৩৭

আপডেট:
২৫ মার্চ ২০২১ ২০:১০

 

বিকেলের সবুজ উঠোনে
আধো-ছায়া, আধো-আলো
তোমার তীব্র দৃষ্টির ঝিলিকে
আমার হৃদপিণ্ড চমকালো।
তোমার প্রশান্ত বুকের মায়া
আমার দৃষ্টি কেড়ে নেয়
যে দৃশ্যাবলি গোধূলির আগে
হৃদয়ে ছবি এঁকে দেয়।
এখন নদীর কিনারে বসে আছি
স্রোতে স্রোতে ঢেউ গুনি
উৎসুক মননে সেই দৃশ্যপট
তোমারই পদাবলী শুনি।

 

মোহাম্মদ ইলইয়াছ
বিদ্যানগর, শাহজাদপুর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top