রক্তে ঘামে বারুদের গন্ধ : সুজিত হালদার
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ১৮:৫৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:২৫
মাগো তর অস্তিত্ব জুইড়া
কেবলই ভারি হওয়া নিঃশ্বাস বারুদের গন্ধ।
ওরা তর অস্তিত্ব মুইছা দিবার চায়
ওরা কয় ওগো-নি হুদা-ই মাটি লাগবো
মানুষজন পশু-পখী প্রকৃতি আমাগোর,
ওগো কাছে কোনই মূল্য নাই!
বল মা বল তাই কি অয়?
শৃঙ্খলিত অইবো আকাশ নদী সমুদ্র বন্দর
আমরা কি তাই মাইনা নিবার পারুম?
আমরা তর মুক্তি চাই
হ, আমাগো পেডে এহন একটাই ক্ষুধা
হেইডা অইল নিঃশর্ত মুক্তির ক্ষুধা।
ওরা আমাগো রক্ত নিয়া খেলা করে
আমরা বাঙালি আমাগোও যে, রক্তের মধ্যে
হোলি খেলার নেশা আছে।
দেশমাতৃকার সম্ভ্রম রক্ষার দায়ে ঠ্যাকা
মুক্তি যুদ্ধের দামামা ব্যাজা উঠলো
আমাগোর প্রতিটি বাঙালির ঘরে ঘরে।
পশ্চিমা বাহিনীর কাছে কোনোই নতিস্বীকার করুম না।
আমাগোর পাশে আমাগো নেতা আছে
হেয় কইছে, তরে মুক্ত করা-ই লাগবো।
প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢালুম
হে'র আঙুলের ডগায় আমরাই শক্তিসম্পদ
তর মুক্তির জন্য হেয় আমাগো আদেশ করছে।
তর ছেলেরা যে রক্ত দিবার পারে
তা তো তুই ভাষা রক্ষার ক্ষেত্রেই দেখছস!
আবারও দেখবি মা, আবারও দেখবি।
নিজ চক্ষে দেখবি! নিজ চক্ষে দেখবি।
তরে মুক্ত করতে ওরা আর কত রক্ত ঝরাইবো! কত রক্ত চাই ওগোর বল মা বল?
তুই চাইলে রূপোলীচাঁদ আইনা দিবার পারি
মহাশূন্য থাইকা
তুই চাইলে ইলিশের ঝাঁক ধইরা দিবার পারি নদীর গভীর থাইকা।
আর অগরে তাড়াইবার পারুমনা তাই কি অয়?
দেখিস মা দেখিস আমরা পারুম, আমাগো পিছে আমাগো পিতার বজ্র কণ্ঠের আওয়াজ আছে
আছে মুক্তির গান আছে স্বাধীন সত্তার দান।
বিষয়: সুজিত হালদার
আপনার মূল্যবান মতামত দিন: