তৈলচিত্র : সাজিব চৌধুরী
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ২২:০৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

তৈলচিত্রে ভরপুর বাংলাদেশ,
একটি অদ্ভুত তৈলচিত্র দেখি স্বদেশের মানচিত্রে।
চিকচিক করে সকালের সূর্য,
তেলমাখা রোদে হয়েছে উজ্জ্বল।
ভেসে ওঠে তৈলচিত্র উত্তর-দক্ষিণে,
ভেসে ওঠে পূর্ব ও পশ্চিমে।
ঘরের ভেতরে, মঞ্চ-ময়দানে, অফিসের কক্ষে
নানারূপ কল্পনা-শোভিত তৈলচিত্র।
কবিতা ও গল্পে, নাটক-প্রবন্ধে মনোরম তৈলচিত্র।
কলমের লিখিত অক্ষরে, প্রিন্টেড খবরে,
টকশো-আড্ডায়, মুখের প্রকাশে,
সমাবেশ-সেমিনারে, কল্প-অনুকল্পে
সবখানে তেল ও তুলির অনুপম চিত্র।
নেই জলচিত্র, নেই চালচিত্র, নেই হালচিত্র।
তৈলচিত্রে ভরে গেছে রঙিন ব্যানার,
যেদিকে তাকাই দেখি তৈলচিত্রে সয়লাব।
আমরা কি শুধু তৈলচিত্র-ই আঁকতে শিখেছি?
মোনালিসারা আবদ্ধ তৈলচিত্রে,
শোয়ার বালিশ থেকে কৃষকের স্বপ্ন
ফ্রেমে বন্দি আছে উৎকৃষ্ট মানের তৈলচিত্রে।
বসে বসে উৎসব দেখি এই তৈলচিত্রের।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: