ক্ষমা করো : টুটু রহমান


প্রকাশিত:
৪ মে ২০২১ ২১:১২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

 

যে দিন আমি থাকবোনা 
সবই রবে পড়ে
ভালোবাসার বন্ধনগুলো
সরে যাবে দূরে,
এদেশ আমার স্বপ্নগুলো
অধরা পড়ে রবে
স্মৃতি হয়েই থাকবো যদি
মনে করো তবে,
ভুলে ভালে জীবন গেলো
দেনার দায়ে থেকে
মাটি ও মানুষের কল্যাণে
ব্যর্থতায় দুর্বিপাকে,
ক্ষমা করো কাছে দূরের 
সকল আপনজন
পরপারে স্রষ্টার ছায়াতল
পায় যেনো জীবন।। 

 

টুটু রহমান (মোহাম্মদ হাসিবুর রহমান)
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন)

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top