ভালোবেসেছিলাম একদিন : মোহাম্মদ ইলইয়াছ
প্রকাশিত:
৫ মে ২০২১ ১৯:৪৪
আপডেট:
৫ মে ২০২১ ১৯:৫৭

যেতে হয় যাবো, এতো তাড়া কিসের সখি
গাছের ফুল বলেছে- আমরা ফুটেছি ভোরে
তুমি কি আমার সুসৌরভ পাওনা পথিক?
আমার পাপড়িগুলো যে ম্লান হবে প্রস্থানে।
যেতে হয় যাবো, ঐশী তাড়নায় অস্থির
পাখিরা বলেছে- আজ আমাদের খুশির দিন
তুমি কি দেখছ না নীল দিগন্তে মুক্ত হাওয়া
আমাদের কলরবে সেজেছে ভূ-প্রকৃতি।
যেতে হয় যাবো, আমার গমনের আলোকিত পথ
নদী ও সমূদ্র বলেছে- আমাদের এখন জোয়ার
কথা ছিলো জলের স্রোতে একাকী সাঁতরাবে
দ্যাখো সফেন ঢেউয়ে মৎস্যকুমারীর নৃত্য।
যেতে হয় যাবো, এতো কিসের আয়োজন
প্রস্থানের পূর্বে এই উৎসবে আমি বেমানান
ঘন্টাধ্বনি বুকের পাঁজরে অহরহ বাজছে-
আমার যে নিরন্তর সময় নেই, দাঁড়াবার।
আমি ছিলাম, ভালোবেসেছিলাম একদিন।
বিষয়: মোহাম্মদ ইলইয়াছ
আপনার মূল্যবান মতামত দিন: