ড. আনিসুজ্জামান স্যার স্মরণে, আজ তাঁর প্রয়ান দিবস

বাাতিঘর : ডা: মালিহা পারভীন


প্রকাশিত:
২০ মে ২০২১ ২০:০৪

আপডেট:
২০ মে ২০২১ ২০:০৬

ছবিঃ ড. আনিসুজ্জামান

 

এভাবেই নিভে যায় নক্ষত্ররা,
মৃত্যুর মিছিলে যোগ হয় মৃত্যু,
এভাবেই নিভে যায় বাতিঘর
অন্ধকারে যোগ হয় আরো অন্ধকার।

এমন কঠিন দু:সময়ে
এমন শংকিত শংকায়
চলে যায় এমন  'বোধের মানুষ'
চলে যায় জ্ঞান, প্রজ্ঞাধার।

চলে যায় সরল স্থিতধী বিনয়ী মুখ,
চলে যায় পাঞ্জেরি আলোকবর্ষ পথে,
সফেদ পাজামা, তার সাথে বাংলাদেশ,
সাথে একুশ, বায়ান্ন, গনঅভ্যুত্থান।

বৃক্ষ ম'রে গেলে ছায়া স'রে যায়,
বাতি নিভে গেলে আসে আঁধার।

তবু  কারো কারো প্রস্থান মানে চলে যাওয়া নয়,
কারো কারো চলে যাওয়া মানে বিদায় নয়।
কারো অস্তিত্বে জেগে থাকে চেতনার জয়,
কারো বাতিঘরে জ্বলে আজন্ম আলো।

কিছু ফুল ঝ'রে গেলেও ছড়ায় অমর সৌরভ,
কিছু গান থেমে গেলেও ভাসে অবিরাম সুর।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top