একুশ শতকের কানু : মোহাম্মদ ইলইয়াছ
প্রকাশিত:
৩১ মে ২০২১ ১৯:০৩
আপডেট:
৩১ মে ২০২১ ১৯:০৩

একলক্ষ দুই হাজার বছর পরে
কানু এলো লীলাভূমির নীপবনে
কদম্বের জীর্ণ পাতাগুলোর
নেই ছায়া, নেই কোন সাদর মায়া।
কানুর হাতে নেই তরলা বাঁশি
কাঁধে পেচানো সেই লাল গামছা
বিস্মৃতির অতলে মথুরার প্রসাদ
কংস বধের রক্তাক্ত কৃপাণ।
কানু এখন নীলিমার নক্ষত্র গোনে
কখনো নিধুবনে একাকী হারায়
সৃষ্টির দিনপঞ্জি ওলটায় হৃদয়ে
সেখানে শুধু বেদনার পাহাড়।
কানু কখনো যমুনার কূলে বসে
শুকনো নদীতে ঢেউ খেলেনা
মরিচা পড়েছে নইয়ের পাটাতনে
গো-পল্লির রাধেরা আসেনা পারাপারে।
আমাদের কানু ধানমণ্ডির পুরনো হৃদে
খোঁজে রাধে-কানুর যুগল ছবি-
আনবাড়ি যায় তার সখের সখ্যু
একুশ শতকের কানুর শুধুই হাহাকার।
বিষয়: মোহাম্মদ ইলইয়াছ
আপনার মূল্যবান মতামত দিন: