আমি ভেবে নিই : ফাতিমা আফরোজ সোহেলী
প্রকাশিত:
২ জুন ২০২১ ২১:৪০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

এ কপালে আজও পড়েনি সে চুম্বন
যার ধ্রুব কম্পন শুধু আমার জন্য বাঁচে।
ঠোঁট উস্কো শুস্ক উত্তাপহীন ক্ষরতাপে
কেবল তোমার অসীম ছোঁবার আশে।
আমি ভেবে নিই;
তোমার জন্য আমি হৃদয় খালি রাখি।
আমি ভেবে নিই;
তোমার জন্য আমি নিইনা সেই চুম্বন...
বনে-বাদাড়ে কিংবা খোলা ঘাসে।
আমি ভেবে নিই;
তোমার জন্যই শুধু তৃষ্ণার চুড়ান্ত সাধনা
আমার; বারো মাসে।
আমি ভেবে নিই
শুধু তোমার আলিঙনেই
সেই নৈবেদ্য আছে।
সত্য অসত্যে যে জমিন
তা বৃথাই ফেটে চৌচির
রৌদ্রহীন ক্যানভাসে।
আমি ভেবে নিই;
একটা অনন্ত অনিবার্য তুমি
নিশ্চয়ই আমার আছে।
আমি ভেবে নিই...।।
ফাতিমা আফরোজ সোহেলী
কথা সাহিত্যিক, নিজস্ব উপস্থাপক, নাট্যশিল্পী, গীতিকার ও শিল্পী /বাংলাদেশ বেতার, ঢাকা
সংবাদ উপস্থাপক, বাংলাদেশ টেলিভিশন
বিষয়: ফাতিমা আফরোজ সোহেলী
আপনার মূল্যবান মতামত দিন: