গাছ : রঞ্জনা রায়
প্রকাশিত:
১০ জুন ২০২১ ১৮:৫৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

গাছ চিনতে চিনতে এগিয়ে চলেছি জঙ্গলে
কোন কোন গাছের শরীরে বন্য লতার ঘোরাফেরা
যেসব গাছের শরীরে সোমলতা বেড়ে ওঠে
তারাই হলুদ জীবনে জ্বালে লাল মোম বাতি।
মোমবাতির উজ্জ্বল একাগ্রতায় চাঁদের স্বপ্ন বুনন
একাকিত্বের ধুলো ঝেড়ে সোমলতা রঞ্জিনি হয়।
অনেকটা পথ পেরিয়ে এসেছি জঙ্গল গভীর
সবুজ অস্তিত্বের অন্ধকারে বুনো তীক্ষ্ণ থাবা
অসহায় রুদ্ধ চেতনার নির্বাক আত্মসমর্পণ
জীবনের পথে শুকনো পাতার রুদালী ঝড়।
সোমলতার ঘন আলিঙ্গনে বেঁচে থাকা গাছেরা
সুভাগ্যের বড় কাছাকাছি,নিশ্চিন্তে ছায়া দেয়।
বৃষ্টির কুঠিঘরে লতার সোহাগে রূপকথা লেখে
জীবনের নাট্যকাব্যে তারা বসন্তসেনার রূপে অন্ধ।
রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বিষয়: রঞ্জনা রায়
আপনার মূল্যবান মতামত দিন: