সত্যকে স্বীকার করো : সাজিব চৌধুরী
প্রকাশিত:
২৮ জুন ২০২১ ১৭:৫৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:১৬

সাজিব, সত্যকে স্বীকার করো।
সারাদিন ঘাস কেটে লাভ নেই;
শুধু-শুধু গরুগুলো মোটাতাজা হবে।
লোকালয়ে একদিন সত্যের চাঁদ উঠবে;
সেই বারতা অনুভব করো।
সাজিব, তুমি তোমার পরিবারকে
অস্বীকার করতে পারো না।
মা, বাবা, ভাই, বোন আত্মীয়পরিজনকে
অস্বীকার করে কীভাবে হোমো স্যাপিয়েন্স হবে?
আহা! তোমার পরিবার হোমিনিড কী অসহায় ছিল!
একবার নিয়ান্ডারথালদের কথা ভাবো,
একবার হোমো ইরেক্টাসদের কথা ভাবো,
তুমি ভাবতে থাকো কেমন হবে ভবিষ্যত প্রজন্ম।
তুমি তো লক্ষ-লক্ষ বছর পাড়ি দিয়েছ,
কেন তুমি অন্ধত্বকে বরণ করতে চাও?
তুমি না অভিজ্ঞ হোমো স্যাপিয়েন্স!
সাজিব, ভুলে যাও মিথ্যার উপকারিতা;
আর কতদিন কাটিয়ে দেবে গুহাবাসীর মতো?
ফিরে এসো আলোর নির্মল অবকাশে।
সত্যকে স্বীকার করো;
তুমি তো জানো, সত্যই সুন্দরতম।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: