তোমাকে ভেবে : নিশী জামান
প্রকাশিত:
১২ জুলাই ২০২১ ২১:১৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪
জেগে আছি, চোখে নেই ঘুম, যদিও গভীর রাত
সুনসান নিস্তব্ধতা, মেঘলা আকাশ, ঘন বরষা।
এই মন হারিয়ে যায় কোন এক উত্তাল মাদকতায়
ডুবে আছি তোমাকে কাছে না পাওয়ার হতাশায়।
জলজ উদ্ভিদ আজ মাছরাঙা পাখি হতে
সহচর আড়াল করে অতি যতনে রেখেছে তারে।
কেমন করে ধরে রাখা যায়, রাখিবো কোথায়?
একলা বসে কতশত কথা ভাবছি নিরালায়।
জলন্ত আগ্নেয়গিরীর উত্তাপে হয়ে যাই শংকিত!
কেমনে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস করে রাখি শান্ত?
ভূকম্পন বেড়ে কেঁপে উঠে পৃথিবীর সব কোণ
আমিও তো মানুষ, ভীত হয়ে যায় আমার মন।
নিশী জামান
ধানমন্ডি, ঢাকা
বিষয়: নিশী জামান
আপনার মূল্যবান মতামত দিন: