এক অটল মাঝি : মোহাম্মদ ইলইয়াছ
প্রকাশিত:
১৫ জুলাই ২০২১ ২০:৪০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

ধর্মান্ধারা বলছে মহাপ্রলয়ের সেই এক পূর্বাভাস
ডারউন বলেছেন ' প্রকৃতির লীলাখেলা'
লালন বেঁচে থাকলে বলতেন-সুপথে এসো
হাসন রাজা বলতেন-ঘরবাড়ি ভালা না আমার।
আমাদের ধর্মপ্রসাদ বলছেন- ওসব কিছুই নয়
মহাশূন্যের নক্ষত্ররাজির এক ছলনাময়ী কর্ম
ব্রম্মার পদতলে রাখিনি সকল জ্ঞানের মস্তক
পাপের জগতে অকৃতজ্ঞ সন্তানের দাপট-অহঙ্কার।
তরুণ বিজ্ঞানী লোকমান বলছেন-ধৈর্য ধরো তোমরা
নদী ও সাগরের স্রোত বইছে আগের মতো নিরন্তর
চন্দ্র-সূর্যের অবস্থান স্ব-স্ব বিন্দুতে, কেবলমাত্র
দিনমনির অস্থিত্বে দাপটে ঘূনায়মান নিজের রেখায়।
চব্বিশ পরগনার খনাবিবি বলছেন- জন্ম ও মৃত্যু
প্রকৃতির সংবিধান, এখনোতো হাওয়া বয়,পাখি ডাকে
ফুল ফুটে বাগানে, বাদলা মেয়ে কান্না ঝরায়
তবু ক্যানো প্রকৃতির অপবাদ,প্রকৃতির চেতনাকে ঘৃণা।
আর আমি বিশ্বাসের সাগরে এক অটল মাঝি।
মোহাম্মদ ইলইয়াছ
ঢাকা, বাংলাদেশ
বিষয়: মোহাম্মদ ইলইয়াছ
আপনার মূল্যবান মতামত দিন: