লকডাউনের আকাশে : আফরোজা অদিতি
প্রকাশিত:
১৭ জুলাই ২০২১ ২২:৩৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:১৩

লকডাউনের আকাশে
করোনাকালে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে
নভের বুকে; চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে
চাঁদ উঠেছে ঈদুল-আজহার। সুখের সুরে
ঢেউ লেগেছে মানব-প্রাণে।
চলছে লকডাউন; এবারের লকডাউন কঠোর
থেকে কঠোরতর সর্বাত্মক লকডাউন! তবুও
ফেরিঘাটে মানবজট, হাটে-মাঠে-ঘাটে-পথে
-প্রান্তরে মানব-সমাগম! বাড়ছে মৃত্যু, বাড়ছে
সংক্রমণ তবুও ভয়হীন মানুষ! যেতে হবে
গ্রামে অপেক্ষাতে স্বজন!
জেলা শহরে সংক্রমণ; অপেক্ষাকৃত ভালো চিকিৎসা
রাজধানীতে; ওরা আসছে! ওদিকে সীমান্ত পেরিয়ে
আসছে গরুর দঙ্গল; সঙ্গে মানুষ! একপাশে ঈদ,
অন্যপাশে করোনায় বাড়ছে সংক্রমণ-মৃত্যু!
কঠোর লকডাউনের আকাশে উঠেছে ঈদের চাঁদ!
ধারাজলের খেলা
আকাশের মুখ কালো দেখা যাচ্ছে তা!
প্রকৃতির কী ইচ্ছে কে জানে! কোন সে কথার
আনাগোনা চলছে তার মনে; কে তা জানে!
সারাটি দুপুর সাদা মেঘ ভেসে ভেসে
প্রকৃতির সাথে হেসে হেসে করছিল গল্পগাছা!
গল্পগাছায় দিনটি পার হতে হতে কী হলো
দু’য়ের মাঝে কে জানে!
ঝরঝর ধারায় কেঁদে ফেললো ঐ সান্ধ্যাকাশ!
সন্ধ্যাবেলা শেষে ফুটপাত জুড়ে ধারাজলের
খেলা চললো সেদিন।
আফরোজা অদিতি
কবি ও কথা সাহিত্যিক
বিষয়: আফরোজা অদিতি
আপনার মূল্যবান মতামত দিন: