অতো ঘুর পথ ধরে এসো না : কাঞ্চন রায়


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৮:২৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

ছবিঃ কাঞ্চন রায়

 

কবি, অতো ঘুর পথ ধরে এসো না,
পাছে তুমি আকাশ ছুঁতে ছুঁতে
নীলের বাইরে চলে যাও;
পাছে পর দিন ডায়েরির পাতাটির
কাছে, তোমাকেও আর পাঁচটা
পাঠকের মতোই দেখায়।
যদিও এও খাঁটি--
'আধুনিকের প‍্যাঁচে' উপমাগুলো,
হিসাবের বাইরে না চলে গেলে,
জ্ঞানীজনরা ভালো বলতে
সাহস পান না। 
যদিও এসব "ছেঁদো কতায়" কাজ নেই!
পর্বত চূড়া সমান উঁচু মইগুলো যে
নাম দেখলেই সেঁদিয়ে যায়।
তখন চারদিকে শুধু শেয়ালের চিৎকার শোনা যায়।
তবুও বলি কবি, অত ঘুরপথ ধরে এসো না।
পাছে পরদিন লেখাগুলোর কাছে, তোমাকেও
আর পাঁচটা পাঠকের মতই দেখায়।

 

কাঞ্চন রায়
পশ্চিম বঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Top