'ও' একটা কবিতা; প্রেমের! : ফাতিমা আফরোজ সোহেলী
প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২১ ২১:১৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

ও একটা কবিতা; প্রেমের।
ওকে নিয়ে কত কাড়াকাড়ি !
আশা বলে;
'এযে আমার চোখের কথা।'
দিয়া বলে;
"ওতে আঁকা, আমারই গালের টোল।'
ঝংকারে বলে ওঠে নদী;
"চুপ করত তোরা; এ বড্ড বাড়াবাড়ি।
দেখছিস না ওর শরীর জুড়ে
আমিই রয়েছি আড়াআড়ি !"
কিছু দূর থেকে শুনে যায়, নিশি।
মনে মনে বলে;
"ও কবির মননে...;
আমিই সর্বনাশী!"
কবি...?!
কবি;
কেবল ভাসে!
ওদের চুড়ির কংকন
কথার মায়াবী ধরণ; শুনে...;
গভীরে অট্টহাসে।
অমন কবিতায় কাঁদে
হাজার শত রাধে।
ওরা নিত্য নতুন যায়
আর আসে
বাজিয়ে প্রেমের সুর।
কবিই জানে,
কবিতায় ঈশ্বরী-দর্শন;
সে কত সূদুর।
ফাতিমা আফরোজ সোহেলী
কথা সাহিত্যিক,
নিজস্ব শিল্পী বাংলাদেশ বেতার।
সংবাদ উপস্থাপক, বাংলাদেশ টেলিভিশন
বিষয়: ফাতিমা আফরোজ সোহেলী
আপনার মূল্যবান মতামত দিন: