চিঠি : পারভীন শাহনাজ


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২১ ২৩:২৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

 

বেঘোর জ্বরে পুড়ছে কপাল
তোর চোখেতে অন্য আগুন
রোদ কপালে সিঁদুর এঁকে
স্বপ্ন বুনে পলাশ ফাগুন

ভুল ঠিকানার চিঠি নিয়ে
ঘুরছে পিয়ন সারাবেলা;
মেদুর দুপুর নিম ছায়াটায়
চোখের জলে অন্যখেলা

একটা ঘুঘু ডেকেই চলে
ভর দুপুরে বাবলা ডালে
ভালোবাসার গল্প গুলো
জড়িয়ে থাকে অলীক জালে!



আপনার মূল্যবান মতামত দিন:


Top