জীবন : মোঃ মিলটন মোল্লা 


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২২ ০১:৪৮

আপডেট:
৪ জানুয়ারী ২০২২ ০১:৫৫

 

রঙ্গহীন ধূসর পাতাগুলি পরে আছে গাছের তলায়, 
একদিন এমন ছিলনা যেদিন ছিল গাছের ডগায়, 
হারানো রঙিন দিন গুলি মনে পড়ে যায়, 
তাই আজ বড় কাদাঁয়, 
এখন পরে আছে শান্ত হয়ে কত অবহেলায়, 
কত স্বপ্ন নিয়ে জীবন শুরু হয় গাছের শাখায়, 
কত লুকোচুরি, প্রেম ছিল লতায় পাতায়, 
দিন কেটে যেত মধুর আনন্দে নানান খেলায়, 
এখন দুপুরের ঝড় ঝড় হাওয়ায়, সময় কাটে শেষ বেলায়, 
নিথর আঁধার জীবন গাছের ছায়ায়, 
পুরানো স্মৃতি গুলো তাই আজ বয়ে বেড়ায়। 



আপনার মূল্যবান মতামত দিন:


Top