আগুন : তুষার আচার্য্য
প্রকাশিত:
২২ মার্চ ২০২২ ২২:৩৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

আগুনে কোনো আলো থাকে না, থাকে শুধু জ্বালা
সৌরভে আকুল, অভাবী চারকুল, শরীরে যেন শিকল তালা।
শিরায় শিরায় বহে প্রিয় বিরহ ফুলমালা।
আবেগী সকল ক্ষন, সকল চাওয়া পাওয়া
শুষ্ক চোখে ভাসে প্রিয়তমার যাওয়া।
অপেক্ষার অনলে ভাসে নিঃশ্বাসের আসা।
ভালবাসা। প্রবল আশা। বিরহ-নাশা।
স্নায়ু পোড়ে অস্পৃশ্যে, হাওয়া হয় দেহলতা।
অদৃশ্য সকল দেখা, উড়ে চলে শব্দ পাতা।
আবেশী প্রেম-খাতা। সরল প্রেম গাঁথা।
নেভে না দগ্ধ সজ্জা, সনাতনী চিতা।
প্রত্যহ মরণে, জীবনই উপেক্ষিতা।
স্বল্প হলেও প্রাণ আছে, আগুনের বার্তা।
বাঁচায় দোহের মান, ভুলে দৈনন্দিন যাত্রা।
বিষয়: তুষার আচার্য্য
আপনার মূল্যবান মতামত দিন: