গোলাপের উপর বৃষ্টির ফোঁটা : আবু আফজাল সালেহ


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২২ ০০:৪২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

 

গোলাপের উপর সদ্যবৃষ্টির ফোঁটা
বাতাসে কুয়াশা ছড়িয়ে ছিটিয়ে
সূর্যের আলো,আমাদের তারার সোনালি রশ্মি।
আবছা আলোকিত ল্যান্ডস্কেপ,
বৃষ্টি-শিশিরে ভেজা ঘাসের উপর নাচছে
তারার আলো।

সূর্য এবং তারা
রক্তক্ষরণ লাল আকাশ জুড়ে ধোঁয়ার স্প্রে
রাজকীয় গোলাপি আবহে বৃষ্টির ফোঁটা
আর্দ্র বাতাসে ঘ্রাণ ঘন হয়ে ওঠে।
মিষ্টি, নোনতা সংবেদন
যদি স্বর্গে এমন সকাল না থাকে
তাহলে আমি কখনো মরতে চাই না!

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top