না বাতাস, না অগ্নিঝড় : আবু আফজাল সালেহ


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৩ ১৮:২৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:১০



ভালোবাসার উচ্ছ্বাস
আমার চারপাশে। তবুও উত্তপ্ত সব।
না বাতাস, না অগ্নিঝড়।

অন্ধকার সমুদ্র তোমার মুখ
শীতল, অন্তরঙ্গ
রাতগুলি শুধুই তোমার।

সবুজ অরণ্যের মেয়ে
একটু এগিয়ে এসো
বাতাসের মতো ছুঁয়ে দাও আমাকে।

সোনালিলেখায় নতুন হালখাতা শুরু করি।

 

আবু আফজাল সালেহ
কবি ও প্রাবন্ধিক, চুয়াডাঙ্গা

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top