ঈদেৱ জামা : লাভলী ইসলাম


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৩ ১৯:০৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:১৩

 

কত সৌখিন ছিলাম তখন
ছোট বেলাৱ ঈদে
নতুন কাপড় লুকিয়ে ৱাখতাম
কাউকে না বলে।
মনে মনে দোয়া কৱতাম
আমাৱ জামাৱ মত
কাৱো জামা না যেনো হয়
আমাৱটাই হোক শ্ৰেষ্ঠ।
ঈদেৱ দিনে গোসল কৱে
সেমাই পায়েস খেয়ে
বেৱিয়ে যেতাম স্বদলবলে
প্ৰতিবেশিদেৱ বাড়ীতে।
কাৱ ঈদ জামা কত সুন্দর
জামাৱ পাবলিসিটি
নিজ জামাটাই সেৱা ভাবতাম
অঘোষিত সেলিব্ৰেটি।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top