ভালবাসার হুমকি : আরফুমান চৌধুরী


প্রকাশিত:
১ মে ২০১৯ ১৬:২৬

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:২৭

 

এবার যদি ভাল না বাসো
তোমার শার্টের বোতাম থেকে দুই একটা বোতাম
ভেঙে ফেলব ধোবার সময়।
এখনও যদি বলো, “ভালবাসি না”
তোমার হেয়ার-ডাই লুকিয়ে রাখব
তোমার পছন্দের কাপড়গুলোর ভাঁজে।
আর যদি ভাল না বাসো
বলে দেব সবাইকে সাহস করে
পরীক্ষায় তুমি নকল করেছিলে।
ভাল যদি না বাসো এখনও
বলে দেব ঘুষের টাকায় ফ্ল্যাট কিনেছ
তোমার নয়, আমার নামে।
বলছ তবে, ভালবাসবেই না?
জেনে যাবে সবাই এবার
আমার লেখা চুরি করে পত্রিকায় ছাপিয়েছ
নিজের নাম কেনবার জন্যে।
বললে কেন, “ভাল বাসি না, বাসি না”?
আমি আর লুকোবো না
মালয়েশিয়ার অফিস-ট্যুরে খরচ করেছ যা
ইনভয়েস দিয়েছ তার চতু্র্গুণ।
কী করে বললে যে ভাল বাসো না!
আমি যে বলেদেব
ধরা পড়েছ আমারই সামনে
পুরোনো প্রেমিকার সাথে গোপন ফোনালাপে?
এ-খ-ন-ও সাহস কর ভাল না বাসার!
আমার তবে জানাতেই হবে আত্মজকে
শেফালীর গর্ভপাতের পর নিজেও হারিয়েছ সব
ধার করা শুক্রাণুতে আমার সন্তানের পিতা সেজেছ।
এরপরও যদি ভাল হয়ে ভাল না বাসো আমায়
আমি ক্ষমা করব না তোমায়,
আমি ক্ষমা করব না তোমায়,
আমি ক্ষমা করব না তোমায়-
ভালবাসা আমার চাইই চাই।

 

আরফুমান চৌধুরী
লেখক ও কবি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top